জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্সঃ ইনহেরিট্যান্স (Inheritance)

অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইনহেরিট্যান্স খুবই গুরুত্বপুর্ণ এবং কাজের একটা জিনিস। এটার সাহায্যে চাইলে সহজেই একটা অবজেক্ট এর ফিচার আরেকটা অবজেক্ট এ নেওয়া যায়। এখন এর মানে এখানে ক্লিয়ার না হলেও একটু বাস্তব উদাহরণ দিলে ঠিকমতো বুঝতে পারবেন।

ধরি আমাদের একটা ফাংশন কন্সট্রাকটর আছে Person নামে। এখন একটা পার্সনের কি কি থাকতে পারে? নাম (name), বয়স(age), কি করে(job) এরকম কিছু থাকতে পারে। তাইলে এর জন্যে একটা ব্লু-প্রিন্ট তৈরী করলে এরকম হবেঃ

var Person = function(name, age, job) {
   this.name = name;
   this.age = age;
   this.job = job;
}

এখন এখান থেকে আমরা ইচ্ছামতো পার্সনের জন্যে অবজেক্ট তৈরী করতে পারবো। কিন্তু এখন যদি ধরি আমরা আরেকটা ব্লু-প্রিন্ট চাই Teacher নামে। এখন টিচারের কি কি থাকতে পারে? ধরে নিলাম টিচারেরও নাম(name), বয়স(age) ও কি করে(job) এগুলো আছে। সেই সাথে অতিরিক্ত আরেকটা আছে কোন সাবজেক্ট(subject) পড়ায়। এখন এই টিচারের জন্যে ব্লু-প্রিন্ট তৈরী করতে চাইলেঃ

var Teacher = function(name, age, job, subject) {
   this.name = name;
   this.age = age;
   this.job = job;
   this.subject = subject;
}

কিন্তু এভাবে আমরা সেইম জিনিসগুলো পুনরায় ইউজ করাটা খুব ক্লিন দেখায় না। আমরা এখানে এমন কিছু করতে চাই যাতে আমরা Person থেকে পার্সনের ফিচারগুলো Teacher এ আনবো, এবং সেই সাথে টিচারের অতিরিক্ত যেটা আছে সেটা ডিফাইন করে দিবো। এটাকেই মূলত ইনহেরিট করা বলে। এখন ইনহেরিট্যান্স কয়েকরকমের হতে পারে। নিচে আমি বিস্তারিত আলোচনা করলাম।

প্রোটোটাইপ বেসড ইনহেরিট্যান্সঃ

ধরি গত পর্বে আমরা একটা ফাংশন কন্সট্রাকটর তৈরী করেছিলাম এরকমঃ

var PersonOnly = function(name, age, job) {
   this.name = name;
   this.age = age;
   this.job = job;
}

ধরি আমরা এই কন্সট্রাকটরটা ডিফাইন করে ফেলছি অলরেডি। কিন্তু এখন জন্ম তারিখ() বের করার জন্যে আরেকটা মেথড ঢুকাতে চাই এটার ভিতরে। কি করা যায়? আবার নতুন করে ডিফাইন করবো?? না! অবশ্যই না। এখান আমরা prototype ইউজ করে নতুন মেথডটাকে আগের থাকা PersonOnly এ ঢুকাতে পারবো এভাবেঃ

PersonOnly.prototype.dateOfBirth = function() {
   console.log(this.name + ' born in ' + (2018 - this.age));
}

এখন কন্সোলে এটা লিখুনঃ

console.log(PersonOnly.prototype);

দেখবেন এখানে আমাদের নতুন তৈরী করা মেথডটা আছেঃ

এখন আমরা প্রোটোটাইপ চেইনের কথা আগের পর্বে জেনেছি। প্রোটোটাইপ চেইনের কারনে এখন এই মেথডটাকেও অ্যাক্সেস করা যাবে এই PersonOnly থেকে তৈরী করা অবজেক্টগুলো থেকে। ধরি নিচে একটা অবজেক্ট তৈরী করলাম এই কন্সট্রাকটর ফাংশন থেকেঃ

var zawad = new PersonOnly('Zawad Ahmed', 1, 'Child');

এখন আমরা আমাদের তৈরীকৃত মেথডটাকে অ্যাক্সেস করতে চাইলেঃ

zawad.dateOfBirth();

ব্যাস! এভাবেই আমরা অ্যাক্সেস করে ফেলতে পারতেছি। একইরকমভাবে আমরা ভ্যারিয়েবলকেও কন্সট্রাকটর ফাংশনে দিতে পারবো। যেমন আমরা নতুন আরেকটা ভ্যারিয়েবল দিলাম PersonOnly এঃ

PersonOnly.prototype.address = 'Bangladesh';

এখন এটা আমরা zawad অবজেক্ট থেকেও অ্যাক্সেস করতে পারবোঃ

console.log(zawad.address)

ম্যাজিক! এটাই ইনহেরিট্যান্স এর ম্যাজিক। এবার আসুন আমরা আরো বড় কিছুর দিকে যাই।

কন্সট্রাকটর ইনহেরিট্যান্সঃ

যেটা প্রথমে আমরা আলোচনা করেছিলাম। একটা পার্সন আর একটা টিচারের মধ্যে একটা বৈশিষ্ট্যে খালি পার্থক্য রয়েছে। এখন আমাদের সেজন্যে কি দুইটা পৃথক পৃথক ফাংশন কন্সট্রাকটর তৈরী করতে হবে? অবশ্যই না! আমাদের ইনহেরিট্যান্স আছে কি জন্যে?

ধরি আমাদের একটা ফাংশন কন্সট্রাকটর আছে Person নামেঃ

var Person = function(name, age, job) {
   this.name = name;
   this.age = age;
   this.job = job;
}

এখন আমাদের টিচারদের জন্যেও একটা ফাংশন কন্সট্রাকটর দরকার যেখানে ঠিক এইগুলোও থাকবে সেই সাথে অতিরিক্ত একটা subject নামে আরেকটা থাকবে। এখন এটার জন্যে ফাংশন কন্সট্রাকটর এমন হতে পারেঃ

var Teacher = function(name, age, job, subject) {
   this.name = name;
   this.age = age;
   this.job = job;
   this.subject = subject;
}

এখন আমাদের ইনহেরিট্যান্স থাকার কারনে এভাবে নতুন করে Teacher এর ভিতরে সবকিছু ডিফাইন করার কোনো দরকার নাই। আমরা চাইলে সহজেই Person থেকে name, age আর job নিয়ে আসতে পারি এভাবেঃ

var Teacher = function(name, age, job, subject) {
   Person.call(this, name, age, job);
   this.subject = subject;
}

নতুন নতুন কিছু দেখা যাচ্ছে মনে হয়? হ্যাঁ, এটা একটু বুঝার জিনিস। এখানে আমরা ভিতরে Person কে কল করে এনেছি এবং call মেথড ইউজ করে this এর ভ্যালু ডিটারমাইন করে দিলাম। এখন এখানে this মানে this ই! কেনো? হ্যাঁ মনে করার চেষ্টা করুন। আমরা যখন এটা দিয়ে অবজেক্ট তৈরী করবো, তখন new কীওয়ার্ড ইউজ করবো। আর সেজন্যে আমাদের this এর নতুন কন্টেক্সট তৈরী হবে যেটা নতুন অবজেক্টটাকে ইন্ডিকেট করবে। তার মানে এখানে ডিফাইন করা this টা আসলে আমরা ভবিষ্যতে যে অবজেক্ট তৈরী করবো সেটাকেই ইন্ডিকেট করছে। এখন বাকি অংশ ঠিক আগের মতোইঃ

var kamaljeet = new Teacher('Kamaljeet Saini', 53, 'Teacher', 'CSE');

ব্যাস এভাবেই আমাদের নতুন অবজেক্ট তৈরী করা যাবে। এটা ঠিকঠাকমতোই কাজ করবেঃ

console.log(kamaljeet.name);
console.log(kamaljeet.age);
console.log(kamaljeet.job);
console.log(kamaljeet.subject);

ব্যাস! আমরা এভাবেই Person এর ফিচারগুলো Teacher এ ইনহেরিট করে নিয়ে আসলাম। এটা কিছুটা হলেও আমাদের লাইফ সহজ করে দিবে।

এখন আমাদের এমনও ফাংশন কন্সট্রাকটরও থাকতে পারে যেটা কোনো প্যারামিটার নেয় না। বাই ডিফল্ট ভ্যালু সেট করা থাকতে পারে এরকমঃ

var GeneralPeople = function(name, age, job) { 
   this.name = name;
   this.age = age;
   this.job = job;
}

এখন ধরি আরেকটা অবজেক্ট আছে Athlete নামে যেটা ঠিক Person এর সবগুলো ফিচারই থাকবে। সাথে এক্সট্রা আরেকটা থাকবে। তো এখানেও সেইমভাবে ইনহেরিট্যান্স ইউজ করা যাবেঃ

var Athlete = function(name, age, job, prize) {
   GeneralPeople.call(this);
   this.prize = 100;
}

ব্যাস এভাবেই আমরা কোনো প্যারামিটার/আর্গুমেন্ট ছাড়াও ইনহেরিট্যান্স নিয়ে কাজ করতে পারি। এখানে দুইটার মধ্যে কোনো পার্থক্যই নেই আসলে।

আশা করি ইনহেরিট্যান্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন থেকে আপনি রিয়েল লাইফ কোনো জিনিসেও ইনহেরিট্যান্স কাজে লাগাতে পারবেন আর আপনার ডেভেলপমেন্ট এর লাইফ সহজ করতে পারবেন।

শেয়ার করুন

লেখাটি ভাল লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। আপনার কলিগ, বন্ধু কিংবা প্রিয় কারও কাজে লাগতে পারে। জানেন তো, শেয়ারিং ইজ কেয়ারিং!

সাবস্ক্রিপশন সেন্টার

প্রতিদিন ওয়েবসাইটে আসা আপনার জন্য কষ্টকর হতে পারে। তাই যখনই আমি নতুন ব্লগ পোস্ট, সিরিজ, বই বা ভিডিও পাবলিশ করব,
তখনই তা আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন। নো স্প্যামিং প্রমিজ!